সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলাধীন গুড়িহারী শালবাড়ী নিবাসী আবুল কাশেমের তৃতীয় ছেলে নিয়ামতপুরের একমাত্র সাপ্তাহিক পত্রিকা খবরের অনুসন্ধানের ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সকলের খবরের নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সেকেন্দার আলী গত শনিবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এ সাগরসহ সকল সদস্য ও তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমীর সভাপতি সফিউল হক বাবু শোক জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।