রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ০৩ বোতল ফেনসিডিলসহ সাহেব জান(৫৩) এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাহেব জান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর এলাকার মৃত এজাবুল হকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপপরিদর্শক (এসআই) সেলিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের কাশিয়াবাড়ী কালভার্ট এলাকা তাকে আটক করেন। পরে তার কাছে থাকা ০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।