নিয়ামতপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

আপডেট: মার্চ ১৯, ২০২৩, ২:২৫ অপরাহ্ণ

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর নিয়ামতপুরে বিষপানে তাপস মালি (৩২) নামের এক যুবককের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার(১৮ মার্চ) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে। তাপস মালি ওই ইউনিয়নের বজ্রকান্ত হাযরার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে নিজ বাড়িতে বিষপান করে। পরে ছটফট শুরু করলে জানায় সে বিষ পান করেছে। দ্রুত উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সারমিন সুলতানা বলেন, অতিরিক্ত বিষপানের কারণে মেডিকেলে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ