নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস উদ্যাপন ।। পাঁচ জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ১২:১২ পূর্বাহ্ণ

নিয়ামতপুর প্রতিনিধি


নওগাঁর নিয়ামতপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিভিন্নভাবে সাফল্য অর্জনকারী পাঁচ জন জয়তিাকে সংর্বধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ‘জয়তিা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলানায়তনে মহিলা বিষয়ক অধিদফতর ও ব্র্যাক এর যৌথ আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জয়িতাদের সংর্বধনা  ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এনামুল হক।  নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অফিসার ইন চার্জের প্রতিনিধি আব্দুল হাকিম।
আলোচনা শেষে নিয়ামতপুর উপজেলায় বিভিন্নভাবে সাফল্য অর্জনকারী পাঁচজন জয়িতাকে ক্রেস্ট প্রদান করা হয়।  সংবর্ধনা ও ক্রেস্টপ্রাপ্ত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী  ভাবিচা ইউপির আমইল গ্রামের রওশন আরা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আদমপুর গ্রামের ফজিলাতুন নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় বালাহৈর গ্রামের শামীমা খাতুন, সফল জননী নারী (আদিবাসী নারী) ভাদরন্ড গ্রামের সিতলী উরাও এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বাদ মালঞ্চি  গ্রামের পারুল আক্তার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদের পরিচালনায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জয়িতা বাছাই কমিটির অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমীর নির্বাহী পরিচালক তোফাজ্জল হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ