নিয়ামতপুরে ব্রতীর গণগবেষক সম্মেলন

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৫ পূর্বাহ্ণ

নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে যুক্তরাজ্যের অর্থায়নে আইনি সেবা প্রকল্প ব্রতীর আয়োজনে গণগবেষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এনামুল হক। আইনি সেবা প্রকল্প ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন খুরশীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এনামুল হক। ব্রতীর ট্রেনিং কো-অর্ডিনেটর  রাজেন্দ্র কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও আদিবাসী সমন্বয় পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বিষদ মনি টপ্প।
অন্যদের মধ্যে বক্তব্য দেন গণগবেষক দলের সদস্য ববিতা পাহান, হৃদয় রবিদাস, নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা প্রমুখ। ব্রতী নওগাঁ জেলার ২৮টি ইউনিয়নে ‘প্রোটেক্টিং দ্য ভালনারেবল থ্রু কমিউিনিটি লিগ্যাল সার্ভিসেস বা আইনি সেবা’ প্রকল্প বাস্তবায়ন করছে। ইউকে এইডের অর্থায়নে এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগ্রামের সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে আইন বিষয়ে সচেতন করা, সরাসরি সহায়তা প্রদান, আদিবাসীদের প্রথাগত বিচার ব্যবস্থা সংরক্ষন এবং গ্রামীণ তরুণদের দক্ষ আইনী সেবক হিসাবে গড়ে তোলা হচ্ছে। গত বছর জানুয়ারীতে শুরু হওয়া এ প্রকল্পের পক্ষ থেকে এলাকার ১৪০টি গ্রামের তরুণদের সংগঠিত করে গড়ে তোলা হয়েছে গণগবেষক দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ