রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :
নিয়ামতপুরে সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শনিবার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নওগাঁ ও রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমতিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নওগাঁ রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিত্যানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মাওলা বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন পরিচালনায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।