নিয়ামতপুরে মর্যাদার সাথে বড়দিন উদযাপন

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্পদায়ের বড়দিন উদযাপিত হচ্ছে।
বড়দিন উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার ৪৬ পোস্টেটাইন গীর্জায় ও ৩২ রোমান ক্যাথলিক চার্চে বড়দিন উদযাপনসহ কেককাটা হয়।
উপজেলা সদরের বালাহৈর লুথারেন চার্চে বড়দিন পালন উপলক্ষে সকাল থেকে উপাসনা, র‌্যালি ও কেক কর্তন করে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পালক দ্বিজেন্দ্র নাথ দাস, সভাপতি ললিত দাস, সাধারণ সম্পাদক বিবেক দাস প্রমুখ।
পালক দ্বিজেন্দ্র নাথ দাস বলেন, প্রতি বছর বড়দিন অনাড়ম্বরভাবে উদযাপন করা হয়। দিনটি উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিত দাস বলেন, সুন্দরভাবে বড়দিন উদযাপন হচ্ছে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হয়নি। এই উৎসবকে ঘিরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একযোগে নানা কর্মসূচি পালন করছে।