নিয়ামতপুরে মোটরসাইকেল চুরি

আপডেট: মার্চ ২৭, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর নিয়ামতপুরে একটি বাজাজ সিটি-১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে মর্মে থানায় লিখিত অভিযোগ করেছেন আবুল হাশেম শেখ (৬০) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (২৭ মার্চ) উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে চুরি হয়।

চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক আবুল হাশেম শেখ প্রতিনিধিকে বলেন, উপজেলা সদরে হাটের দিন থাকায় মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদের সামনে রেখে বাজার করতে যায়। বাজার করে ১২ টার পর এসে দেখি রেখে যাওয়া মোটরসাইকেলটি নেই। অনেক খোজাখুজি করেও সন্ধান পাওয়া যায় নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, মোটরসাইকেল হারানোর একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।