নিয়ামতপুরে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩, ১০:৪৮ অপরাহ্ণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর নিয়ামতপুরে ২য় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অ্যাথলেটিস ফেডারেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে এর উদ্বোধন করা হয়। নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রমূখ।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৩২ ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ