নিয়ামতপুরে সিদ কেটে চারটি গরু চুরি

আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

নিয়ামতপুর প্রতিনিধি


নওগাঁর নিয়ামতপুরে এক গৃহস্থের বাড়িতে গভীর রাতে সিদ কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলা সদর থেকে দুই কিলোমিটারের মধ্যে মৃত বারীক চৌধুরীর ছেলে রনু চৌধুরীর চারটি গরু সিদ কেটে চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের দাবি প্রত্যেকটি গরুর দাম প্রায় ৫০ হাজার টাকা হবে। মোট ২ লাখ টাকা দামের গরু চুরি যায়। এলাকাবাসীর দাবি নিয়ামতপুরে দিন দিন চুরি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগে উপজেলা ও আশপাশের বিভিন্ন মাদকসেবী ও ছোট চোর ধরা পড়ায় চুরি অনেকটা কমে গিয়েছিল। কিন্তু বর্তমানে সেই সমস্ত চোর জামিনে মুক্ত হওয়ায় পুনরায় চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী দাবি করেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ বলেন, আমি নওগাঁ শহরে বিশেষ কাজে এসেছি। আমার জানা মতে কোনো অভিযোগ আসে নি। বিষয়টি গুরুত্ব সহকারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ