নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বছরের শিশুর

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর নিয়ামতপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে জ্যাকসন চঁড়ে নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের দরগাপাড়া আদিবাসী পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই শিশু উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পাঁড়ইল আদিবাসী পাড়া এলাকার সুমন চঁড়ের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশুটির বাবা সুমন চঁড়ের মামার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের সকলে মিলে চন্দননগর ইউনিয়নের দরগাপাড়া আদিবাসী পাড়ায় যায়। দুপুর ১ টার পরে সৎকারের কাজ শেষ করে আত্মীয়ের বাড়ি ফিরছিলেন সবাই। রাস্তার পাশে এসে শিশুটি দৌড় দিলে গতিতে থাকা ভটভটির চাকার নিচে পড়ে যায় শিশুটি। আত্মীয় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ছাতড়া বাজারে পৌঁছালে স্হানীয় পল্লী চিকিৎসক ভুট্টু তাকে মৃত ঘোষণা করে।

নিয়ামতপুর থানার উপপরিদর্শক (তদন্ত) কওছর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।