নিয়ামতপুর উপজেলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ১২:১২ পূর্বাহ্ণ

নিয়ামতপুর প্রতিনিধি


নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলানায়তনে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খানের পক্ষে আব্দুল হাকিম।
সভায় আরো  উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তঅ মো. সেলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা অঞ্জলী রানী ঘোষ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি, নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষের পক্ষে ইঞ্জিনিয়ার মনসুর আলী, নিয়ামতপুর উপজেলা দূর্ণীতি দমন কমিশনের সভাপতি আ. লতিফ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল কাশেমের পক্ষে উপ সহকারী প্রকৌশলী বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য ও নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবেদ হোসেন মিলন, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, নিয়ামতপুর বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ র্ঝনা বেগম, উপজেলা চাউল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সফিউল হক বাবু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, প্রমুখ। এ সময় ওই মিলানায়তনে ভোক্তা অধিকার কমিটির সভা, মানব পাচার প্রতিরোধ কমিটি ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ