মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার খোলাগাছি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েজ উদ্দিন দীর্ঘ দশ বছর পর ‘তদন্তের দিন’ আলাদা শাখা চালু করে ওই শিক্ষককে দিয়ে পাঠদান শুরু করালেন। প্রধান শিক্ষক আয়েন উদ্দিন তার স্ত্রীকে অবৈধভাবে শাখা শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেছেন এমন অভিযোগে এলাকার মামুনুর রশিদ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
গতকাল রোববার মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন একাডেমিক সুপার ভাইজার আবদুল মতিনকে সঙ্গে নিয়ে বিষয়টি খোলাগাছি উচ্চবিদ্যালয়ে গিয়ে তদন্ত করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছিল সরকারি নিয়ম ভঙ্গ করে খোলাগাছি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েজ উদ্দিন তার স্ত্রী নাসরিন আক্তারকে ২০০২ সালে ৬ষ্ঠ শ্রেণির শাখা শিক্ষক হিসেবে সমাজ বিজ্ঞান বিষয়ে নিয়োগ প্রদান করেন। দশ বছর অতিবাহিত হলেও আলাদা শাখা চালু না করেই অবৈধভাবে বেতন ভাতা ভোগ করে আসছিলেন।
মোহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রাথমিকভাবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন জটিলতা নেই বলে জানা গেছে। পূর্বে নিয়মানুসারে ‘খ’ শাখা না থাকলেও তদন্তে দেখলাম ‘ক’ শাখায় ৩০ জন ও ‘খ’ শাখায় ২৭ শিক্ষার্থীরা আলাদাভাবে ক্লাস করছিলেন।
খোলাগাছি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েজ উদ্দিন জানান, শ্রেণি কক্ষের সমস্যার জন্য আলাদা শাখা চালু করা সম্ভব হয় নি।