মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
নগরীর শিমলাপার্ক সংলগ্ন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম নুরু মিয়ার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ জানুয়ারি) বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি জুলফিকার আলী, সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজু ইসলাম, কোষাধাক্ষ্য শরিফুল ইসলাম তোতা, সদস্য রবি ইসলাম ও আল-আমিন এবং দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলুসহ অন্যান্য সদস্য ও মুসল্লিবৃন্দ।
মসজিদের প্রতিষ্ঠাতা নূর মিয়ার বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন নুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সালমান।