নেইমারকে মেসির আবেগময় বার্তা

আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১:১৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বার্সেলোনা জানিয়ে দিয়েছে, নিজের বাই আউট ক্লজ দিতে পারলেই নেইমার চলে যেতে পারবেন। দলবদল নিয়ে আর লুকোছাপার কিছু নেই, সেটা বুঝে গেছেন লিওনেল মেসিও। তাই বার্সেলোনার বিবৃতির একটু পরই ইনস্টাগ্রামে বন্ধুর উদ্দেশে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। এক ভিডিও বার্তা দিয়ে নিজেদের দুজনের সম্পর্কের নানা ছবি দেখিয়ে যেন বিদায়ই জানিয়ে দিলেন মেসি।
সংবাদমাধ্যমের গুঞ্জন, মেসির ছায়া থেকে বেরিয়ে আসার জন্যই নাকি বার্সেলোনা ছাড়ছেন নেইমার। এ নিয়ে একটু হলেও দুঃখ থাকার কথা মেসির। তবে মেসির বার্তায় এ বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া গেল না। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বন্ধু, তোমার সঙ্গে এতগুলো বছর কাটাতে পারাটাও খুবই আনন্দের ছিল। তোমার জন্য রইল শুভকামনা। শিগগিরই আবার দেখা হবে।’
শিগগিরই হয়তো দেখা হবে দুজনের, কিন্তু সেটা তো আর বার্সেলোনার জার্সিতে নয়! প্রিয় বন্ধুদের ছেড়ে যে প্যারিসে যাচ্ছেন নেইমার।-প্রথম আলো অনলাইন