মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চলতি মাসেই ২৫ বছর বয়সে পা দিয়েছেন নেইমার। জাতীয় দল এবং ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার হয়ে নিজের সেরাটা জানান দিয়ে চলছেন তিনি।
ক্লাব ও দেশের হয়ে নেইমারের অর্জন বয়সের হিসেবে কোনো কোনো ক্ষেত্রে সময়ের সেরা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছে।
২৫তম জন্মদিন উপলক্ষ্যে ব্রাজিলিয়ান তারকার চমকপ্রদ ২৪টি অজানা তথ্যের কথা জানিয়েছে স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়ামাধ্যম মার্কা,
* ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫০৪টি ম্যাচে, ৩০৬টি গোল, ১৬৭ অ্যাসিস্ট এবং ২১টি শিরোপা জিতেছেন নেইমার।
* চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা লিবার্তাদোরেস জেতা ছয় ব্রাজিলিয়ান ফুটবলারের মধ্যে নেইমার একজন।
* বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান, মিউজিক ভিডিও এবং স্যামুয়েল জ্যাকসনের সঙ্গে ট্রিপল এক্সের অনুষ্ঠানেও নেইমারের উপস্থিতি দেখা যায়।
* ২০১৬ সালে ঘরের মাঠে মর্যাদার অলিম্পিক গেমসের শিরোপা জয়ের পর স্মৃতিরক্ষার জন্য নিজের কবজিতে অলিম্পিকের ছয়টি রিংয়ের ট্যাটু আঁকেন নেইমার।
* হুন্ডুরাসের বিপক্ষে মাত্র ১৪ সেকেন্ডে গোল করে অলিম্পিকে দ্রততম গোলের রেকর্ড নেইমারের দখলেই।
* পোকার নামে নেইমারের একটি কুকুর আছে।
* ক্লাব সতীর্থ লিওনেল মেসি এবং রবিনহোকে, নেইমারের আইডল মনে করা হয়।
* ব্যাটমান তার প্রিয় সুপারহিরো।
* ফ্ল্যাশ এন্ড গোথাম নেইমারের প্রিয় শো। এছাড়া গেম অব থ্রোনসও তার পছন্দের তালিকায় রয়েছে।
* নেইমারের প্রিয় অভিনেতা উইল স্মিথ।
* নেইমারের প্রিয় খাবার-ভাত, মটরশুটি, ফ্রেঞ্চ ফ্রাই এবং মাংস।
* আপনি কি জানেন, নেইমারের বাঁ পা ডান পায়ের চেয়ে ০.৫ সেন্টিমিটার ছোট।
* অবসর সময়ে জুজু, শ্যুটার এবং কাউন্টার স্ট্রাইক খেলতে দেখা যায় নেইমারকে।
* মাঠে ৭, ১০ কিংবা ১১ নম্বর খেলোয়াড়ের ভূমিকায় খেলতে দেখা যায় তাকে।
* অনেকেই সিম্পসনের সঙ্গে তুলনা করেন নেইমারকে।
* তার অফিসিয়াল ওয়েবপেইজ ২০১০ সালের ২৫ অক্টোবরে ঘোষণা করা হয়।
* স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে কখনো ব্রাজিলেইরোর শিরোপা জেতেননি নেইমার।
* ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৯টি গোল হেডে, ২১৭টি ডান পায়ে, ৬৭টি বা পায়ে, একটি বুকে, একটি গোড়ালি এবং একটি গোল হাঁটুর সাহায্যে করেন ২৫ বছর বয়সি তারকা।
* ইনস্টাগ্রামে ১৪তম সেরা অনুসরনীয় তারকা নেইমার।
* ২০ বছর বয়সে নিজের ১০০তম গোলটি করেন নেইমার।
* নেইমারের প্রথম বুবলিহ্যড হিট ২০১০ সালে।
* ৩০ এর বেশি ট্যাটু আঁকেন নেইমার।
* মাত্র ৭৫ ম্যাচে ৫০ গোল করা নেইমার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
* বহুল প্রত্যাশিত একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন রয়েছে নেইমারের।