বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নেইমার বার্সেলোনায় থাকবেন, নাকি যোগ দেবেন পিএসজি নামে পরিচিত প্যারিস সেন্ত জার্মেইয়ে? প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ফুটবলপ্রেমীরা। বার্সেলোনা সতীর্থরা ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার পরামর্শ দিলেও কোথায় থাকবেন, সেটা জানেন শুধু ব্রাজিলিয়ান তারকা নিজে। তবে তাকে কিনতে হলে বাইআউট ক্লজের পুরোটাই দিতে হবে পিএসজিকে। বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, নেইমারের জন্য পুরো ২২২ মিলিয়ন ইউরোই দিতে হবে।
কয়েকটি ফরাসী সংবাদমাধ্যমের দাবি, পিএসজিতে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন নেইমার। আগামী সপ্তাহেই নাকি হতে পারে চুক্তি।
আরও শোনা যাচ্ছে, পার্ক দে প্রিন্সেসে নেইমারকে নিয়ে আসার খরচ কমাতে পিএসজি নাকি আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়াকেও দিতে চায় বার্সাকে।
কিন্তু বার্তোমেউয়ের পরিষ্কার কথা, নেইমারকে নিতে হলে ২২২ মিলিয়ন ইউরো বাইআউট ক্লজের পুরোটাই দিতে হবে। ইএসপিএনএফসিকে বার্সেলোনা প্রধান বলেছেন, ‘বাইআউট ক্লজ দিতে হবে তাদের, এক পয়সাও ছাড় দেওয়া হবে না। আমরা চাই নেইমার থাকুক। কিন্তু সে যদি যেতে চায়, যাবে। তবে তাদের (পিএসজি) পুরো ক্লজ দিতে হবে।’ গোল, ইএসপিএনএফসি