রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি পেলের মতে চারবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে নেইমার ’টেকনিক্যালি’ অনেক এগিয়ে।
ব্রাজিলিয়িান ওয়েবসাইট ইউওলকে পেলে বলেন, ‘নেইমারের একমাত্র সমস্যা হচ্ছে রোনালদোর তুলনায় সে হেডওয়ার্কে দুর্বল, রোনালদোর হেডওয়ার্ক অনেক ভালো। এখানেই পিছিয়ে আছে নেইমার, নয়তো রোনালদো নেইমারের চেয়ে এগিয়ে থাকতে পারত না। টেকনিক্যালি নেইমার এগিয়ে কিন্তু সে হেডে গোল করে না বললেই চলে, আর এখানেই রোনালদোর অগ্রগামিতা।’
নেইমারকে ধরা হয় মেসি-রোনালদো রাজত্ব ভাঙার অন্যতম চ্যালেঞ্জার। তবে চলতি মৌসুমে গোলবারের সামনে খুব একটা ভালো করছেন না ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। বার্সেলোনার ১৬ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেছেন নেইমার। তবে তৈরি করে দিয়েছেন ছয়টি, যা দলের তালিকার শীর্ষে।