নেইমার নাটকে নতুন মসলা

আপডেট: জুলাই ২১, ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


গুঞ্জন থেকে নেইমারের দলবদল প্রসঙ্গ এখন কমপ্লেক্স এক নাটকের সার্থক চিত্রনাট্য। নেইমারের দেশ ব্রাজিলের গণমাধ্যমের একদিন আগের খবর, ফরাসি ক্লাব পিএসজির (প্যারিস সেন্ট জার্মেই) এরই মধ্যে চুক্তি করে ফেলেছেন নেইমার। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এস্পোর্তে ইন্টারেটিভো তো পিএসজির জার্সি নেইমারের একটা ব্যঙ্গচিত্রও আঁকিয়ে ফেলেছে! স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার দাবি, চুক্তির বিষয়টি সুরাহা করতে দ্রুতই প্যারিসে যাচ্ছেন নেইমারের বাবা। কিন্তু গণমাধ্যমের সেই দাবি উড়িয়ে দিয়ে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ বলেছেন নেইমার কোথাও যাবে না। নেইমার নিজেও বলেছেন, ন্যু-ক্যাম্পে তিনি সুখেই আছেন।
কিন্তু তাদের সেই দাবি নেইমারের দলবদলের গুঞ্জন নাটকের প্রবাহে ভাটা ফেলতে পারছে না। গত ২৪ ঘণ্টায় বরং নতুন নতুন খবরে নেইমারের দলবদল নাটক নিয়েছে নতুন মোড়। ব্রাজিলিয়ান গ্লোবো এস্পোর্তের দাবি, নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার মনস্থীর করে ফেলেছেন। নেইমার নাকি তার জাতীয় দল সতীর্থদের বলেই দিয়েছেন, বার্সায় নয়, আগামী মৌসুমে পিএসজিতেই খেলবেন তিনি।
নেইমারের জাতীয় দলের সেই সতীর্থরা আবার খেলেন পিএসজিতেই। থিয়াগো সিলভা, মারকিনিয়োস, লুকাস মৌরিরা আগে থেকেই পিএসজিতে আছেন। এই মৌসুমে জুভেন্টাস থেকে পিএসজিতে যোগ দিয়েছেন দীর্ঘ দিন বার্সেলোনায় খেলা দানি আলভেজও। ধারণা করা হচ্ছে, আলভেজের পরামর্শেই পিএসজিতে যেতে রাজি হয়েছেন নেইমার। ২০১৩ সালে এই আলভেজের পরামর্শেই রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার।
৪ বছর আগের সেই ঘটনার কারণেই গুঞ্জনটা জোর পাচ্ছে বেশি। এদিকে জমে উঠা নাটকে নতুন মসলার জোগান দিয়েছেন উনাই আমরি। ট্রান্সফার চুক্তির রেকর্ড গড়ে হলেও পিএসজি নেইমারকে দলে টানতে প্রস্তুত! তবে নিজেদের সেই আগ্রহের কথা প্রকাশ্যে কখনোই বলেনি পিএসজি। তবে এবার বিষয়টা নিয়ে সরাসরিই মুখ খুললেন উনাই আমরি। পিএসজির স্প্যানিশ কোচ কোনো রাখডাক না রেখেই বললেন, নেইমারকে তাদের চাই।
উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার কথা মাথায় রেখেই দল গড়তে চাইছে পিএসজি। তারা ভালো করেই জানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলে হলে দলে বিশ্বসেরা খেলোয়াড় থাকা চাই। সেই উদ্দেশ্যেই তাদের চোখ নেইমারের উপরে। ফরাসি পত্রিকা এল লেকিপকে উনাই আমরি স্পষ্টই বলেছেন, ‘আমরা যদি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন্স লিগ জিততেই চাই, তাহলে পিএসজিতে অবশ্যই বিশ্বের সেরা ৫ জন খেলোয়াড়ড়ের একজন থাকতে হবে। আমরা এই গ্রীষ্মে সে রকমই একজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছি। আর নেইমার সন্দেহাতীতভাবেই বিশ্বের সেরা পাঁচজনের একজন।’ উনাই আমরির এই কথাই বলে দিচ্ছে নেইমারকে পেতে কতটা মরিয়া পিএসজি। বার্সা পারবে নেইমারকে দলে ধরে রাখতে?

এ বিভাগের অন্যান্য সংবাদ