নেইমার পিএসজিতে যাওয়ায় খুশি রোনালদিনহো

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:২১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


‘মনের কথা শোনা উচিত নেইমারের’- দলবদলের বাজারে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে যখন গুঞ্জন চলছিল, তখন রোনালদিনহো বলেছিলেন কথাটা। মনের কথাটাই শুনেছেন নেইমার, দলবদলের বিশ্বরেকর্ড গড়ে এই ফরোয়ার্ড বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। তার এই সিদ্ধান্তে ভীষণ খুশি রোনালদিনহো।
দলবদলের বাজারে অনেক গুঞ্জন উড়াউড়ি করছিল তখন। পিএসজিকে ঘিরে অনেক আলোচনা চললেও নেইমার ছিলেন নীরব। ওই সময় রোনালদিনহো জানিয়েছিলেন, ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত ব্রাজিলিয়ান তারকার। যে সিদ্ধান্তে নেইমার সুখী হবেন, সেটা নেওয়াই আহ্বান জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই তারকা। শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে ২৫ বছর বয়সি ফরোয়ার্ড পিএসজিতে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন রোনালদিনহো। যে দুই ক্লাব মিলে দলবদলের বিশ্বরেকর্ড গড়ল, সেই বার্সেলোনা ও পিএসজি দুটো দলের জার্সি গায়েই খেলেছেন এই প্লে মেকার। নেইমারের সিদ্ধান্তে তিনি খুশি, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ও যেখানেই থাকুক যেন ভালো অনুভব করে। তার এই সিদ্ধান্তে আমি আনন্দিত।’
২২২ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্প ছেড়ে নেইমারের প্যারিসে যোগ দেওয়ার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখছেন না। টাকার জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভুল কোনও সিদ্ধান্ত নিলেন কিনা, সেই আলোচনাও চলছে এখন। যদিও নেইমারের পক্ষেই কথা বললেন ব্যালন ডি’অর জয়ী তারকা, ‘ফুটবল ভালোভাসেন যারা, তাদের সবাইকে আনন্দ দেয় নেইমার। ওর সিদ্ধান্তে আমি খুশি।’ মার্কা, বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ