নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে মার্কিন আহ্বান প্রত্যাখ্যান

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সংঘাত বন্ধের পর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে প্রস্তাব তার বিরোধিতা করেছেন।
এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ‘সম্পূর্ণ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় আক্রমণ অব্যাহত থাকবে।
‘সম্পূর্ণ বিজয়’ বলতে নেতানিয়াহু হামাসের ধ্বংস এবং বাদ বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথা বুঝিয়েছেন। তিনি এও বলছেন, এই লক্ষ্য অর্জনে আরো অনেক মাস লাগতে পারে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের হিসাব মতে প্রায় ২৫ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বাস্ত্যুচ্যুত হয়েছে ৮৫ শতাংশ গাজাবাসী।
এর জেরে হামলা বন্ধ এবং স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার লক্ষ্যে অর্থবহ সংলাপে অংশ নিতে ব্যাপক চাপ আসে ইসরায়েলের ওপর।

ইসরায়েল বিরোধীরা তো বটেই এমনকি মিত্র আমেরিকাও নতুন করে দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা সেই দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানেরই তাগিদ দিয়েছে। দ্বি-রাষ্ট্র সমাধান অর্থাৎ ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশেই প্রতিষ্ঠা পাবে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ