মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বাংলাদেশ সফরে না এসে ইংলিশ সমর্থকদেরই সমালোচনার মুখে পড়েছিলেন এউইন মরগান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) যেখানে নিরাপদ মনে করেছিল বাংলাদেশকে, সেখানে অধিনায়ক হয়েও দলের সঙ্গে আসতে না চাওয়ার শাস্তি পেতে যাচ্ছেন তিনি, এমন খবরও ছাপা হয়েছিল ব্রিটিশ পত্রিকায়। এমনকি অধিনায়কত্ব হারাতে পারেন বলেও ছড়িয়েছিল গুঞ্জন। যদিও তার ইংলিশদের ওয়ানডে অধিনায়কত্ব হারানোর কোনও কারণ দেখছেন না অ্যান্ড্রু স্ট্রাউস। ইসিবি’র পরিচালকের দায়িত্ব পালন করা সাবেক এই অধিনায়ক ভারত সফরের ওয়ানডে স্কোয়াডের অধিনায়ক হিসেবে দেখছেন মরগানকে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে মরগান বাংলাদেশে না আসার ঘোষণা দেওয়ার পর জল গড়িয়েছে অনেক দূর। বিশেষকরে কোনও ঝামেলা ছাড়া ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ করার পর মরগানের ওপর সমালোচনার ঝড় উঠেছিল আরও বেশি। তাই অধিনায়কত্ব হারানোর জোর গুঞ্জনও শোনা যাচ্ছিল ব্রিটিশ মিডিয়ায়। বাংলাদেশ সফরে তার না যাওয়ার হতাশা আছে স্ট্রাউসের মনেও, তবে অতীত পারফরম্যান্সের বিচারে মরগানের হাতে ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব থাকা উচিত বলে মনে করছেন তিনি। তার বক্তব্য, ‘বাংলাদেশে পুরো স্কোয়াড পাঠাতে না পারার হতাশা আছে আমার মনে। যদিও আমি বিশ্বাস করি সব কিছু ভুলে সামনে এগিয়ে যেতে হবে, আর এটাই উচিত।’
মরগানের নেতৃত্বে ওয়ানডেতেও এখন শক্তিশালী দল ইংল্যান্ড। গত ১৮ মাসে তার অধীনে ‘নতুন’ ইংল্যান্ডের জন্ম হওয়ার পুরস্কার পাওয়া উচিত বলেই কিনা স্ট্রাউস বললেন, ‘সব কিছুর জন্যই এউইন মরগানের হাতে নেতৃত্ব ফিরে আসা উচিত ভারতের বিপক্ষে। ওয়ানডে দলে ও দুর্দান্ত কাজ করেছে গত ১৮ মাসে। যেভাবে দলকে এগিয়ে নিচ্ছে, অতুলনীয়। এ জন্য অবশ্যই ও প্রশংসার দাবিদার, আর আমরা এই ধারাটাই সামনে এগিয়ে নিতে চাই।’
মরগানের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে না নেওয়ার আরও বড় কারণ সামনের বছরের চ্যাম্পিয়নস ট্রফি। ঘরের মাঠে জুনের টুর্নামেন্টের আগে অধিনায়ক বদল করতে চাইছে না ইংলিশরা। ক্রিকইনফো,বাংলা ট্রিবিউন