রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নেপালে বন্যা হওয়ায় দেশটিতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ যথাসময় শুরু হওয়া নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কে নিশ্চিত করেছে টুর্নামেন্ট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। কারণ বন্যা কাঠমান্ডুর বাইরে।
টুর্নামেন্টে অংশ নিতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ বুধবার দুপুরে নেপাল পৌঁছেছে। দুই বছর আগে সিলেটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ভারতকে হারিয়ে।
দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলারদের এ লড়াইয়ে অংশ নিচ্ছে ৬ দেশ। আফগানিস্তান বের হয়ে গেছে সাফ থেকে। পাকিস্তান অংশ নিচ্ছে না তাদের ফুটবল ফেডারেশনের আভ্যন্তরীন সমস্যার কারণে।
আগামী ১৮ থেকে ২৭ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, মালদ্বীপ ও নেপাল।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৮ আগস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে। ২২ আগস্ট দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভুটান। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ২৫ ও ২৭ আগস্ট।