বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নেপালে ৬৮ বছরে ৬৮টি বিমান দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ গড়ে বছরে একটি করে বিমান দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৪টি দুর্ঘটনা ছিল প্রাণঘাতি। এই ৪৪ দুর্ঘটনায় ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৯৫৫ সালের পর দেশটিতে অন্তত ৬৮টি প্লেন দুর্ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম সূত্র এ তথ্য জানাচ্ছে।
সর্বশেষ এ মাসের ১৫ জানুয়ারি পশ্চিম নেপালের কাস্কি জেলার পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের একটি প্লেন ৭২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। পরে সবার মৃত্যুর খবর নিশ্চিত করে নেপাল কর্তৃপক্ষ। দেশটির অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত প্লেনে স্থানীয়দের পাশাপাশি ১৫ বিদেশি নাগরিকও ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক।
২০১৮ সালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাঠমান্ডুতে অবতরণের সময় আগুন ধরে যায়। ওই ঘটনায় ৫১ জন নিহত হন। এছাড়া ২০২১ এর মে মাসে ‘তারা’ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্তে ২২ জন প্রাণ হারান।
বিশ্বজুড়ে নিরাপদ পরিবহন হিসেবে বিবেচনা করা হয় বাণিজ্যিক ফ্লাইটকে। কিন্তু প্লেন দুর্ঘটনার সংখ্যা ও মৃত্যুর হিসাব করলে নেপালের ক্ষেত্রে এই ধারণা একেবারেই বেমানান। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে নেপালে বিমান দুর্ঘটনার এই আধিক্য কেন? প্রতিটি দুর্ঘটনার পর প্রশ্নটি বারবার ফিরে আসে। বিমান ব্যবস্থাপনার অভিযোগ ওঠে কিন্তু কর্তৃপক্ষ অন্য কারণ দেখিয়ে দুর্ঘটনার যৌক্তিক পরিণতি দেয়ার চেষ্টা করেন। ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার পরই কর্তৃপক্ষ একইভাবে ব্যবস্থাপনার ত্রুটি এড়িয়ে গিয়েছিলেন।
বিমান দুর্ঘটনার পর কর্তৃপক্ষের ব্যাখ্যার মধ্যেই থেকে গেছে। কিন্তু প্রশ্নের উত্তরটা পাওয়া যায় না। কেনই বা নেপালেই মিান দুর্ঘটনার আশংকাজনক আধিক্য। এই দুর্ঘটনার কারণ তো আছে সেটা উৎস-সন্ধান জরুরি ছিল। হতে পারে এ ত্রুটি বিমান কর্তৃপক্ষের ব্যবস্থার মধ্যে কিংবা বিমান বন্দরের অবকাঠামোগত ত্রুটির কারণে। সেই কারণগুলিই চিহ্নিত করে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়াটা বাঞ্ছনীয় হবে। নতুবা একের পর এক দুর্ঘটনা ঘটেই যাবে। জানমালের ক্ষতিও সেই সাথে চলতে থাকবে। বিষয়টি নেপালের বিমান কর্তৃপক্ষের বিবেচনায় আনতে হবে। নতুবা নেপালে বিমানের উড়াল নিয়ে নিরাপত্তার আশংকা আরো প্রকট হবে। এটা নেপালের ভাবমূর্তির জন্যও ভাল কিছু হবে না।