মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী পিএলসি এর পিচরেট কর্মচারীরা চাকরির দােিত বিক্ষোভ মিছিল করেছেন।
রোববার (২১ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর হেতম খাঁ নেসকো প্রধান কার্যালয়ে প্রথমে তারা বিক্ষোভ মিছিল করেন।
এসময় বক্তব্য রাখেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ রাজশাহী জেলার সভাপতি গোলাম কবীর। এসময় তিনি বলেন, চলতি মাসের ১৫ তারিখ থেকে তারা কর্মবিরতী শুরু করেছেন। এক সপ্তাহ হয়ে গেলেও কর্র্তৃপক্ষ এখনো তাদের নিয়ে কোন আলোচনায় বসেননি। যতদিন আলোচনায় না বসবেন বা সিদ্ধান্ত বাস্তবায়ন না করবেন, ততদিন পর্যন্ত তারা কর্মবিরতী চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, রাজশাহী ও রংপুর বিভাগের ৫৫টি অফিসের প্রায় এক হাজার দুইশত জন কর্মচারী কর্মবিরতী করছেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী প্রমুখ ।