নেসকো কর্মচারীদের ৫% বিশেষ সুবিধা বাস্তবায়নের দাবিতে গোমস্তাপুরে মানবন্ধন

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


সরকার কর্তৃক ঘোষিত ৫% বিশেষ সুবিধা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) বাস্তবায়ন না করার প্রতিবাদে ও কার্যকরে দাবিতে গোমস্তাপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টা থেকে ১১ পর্যন্ত নেসকোর গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেসকো বিদ্যুৎ শ্রমিকলীগ গোমস্তাপুর উপশাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মজিদ মন্ডল, সাধারণ সম্পাদক সাদেক মিঞা,সহসভাপতি হোসেন আল ফারুক, অর্থ সম্পাদক মিলন আলী, উপদেষ্টা আলী মোহাম্মদসহ সংগঠনের অন্য সদস্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক মিঞা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনিত কারণে সরকারি,স্বায়ত্তশাসিত এবং সরকার নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠিত কোম্পানির জন্য গত বছরের জুলাই মাসে বেতনের সঙ্গে মূল বেতনের শতকরা ৫ ভাগ বিশেষ ভাতা প্রদানের প্রেক্ষিতে সরকারি সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানে কার্যকর ও বাস্তবায়ন হলেও নেসকো পিএলসিতে আজও তা বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে এই মানববন্ধন পালন করা হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২২-২৫ জানুয়ারি পর্যন্ত মানববন্ধন, কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করা হবে বলে তিনি জানান।