রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং- বি-২২১৬ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিবিএ) আয়োজনে সোমবার (১৮ মার্চ) বেলা ১২টা হতে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ৫% বিশেষ সুবিধা নেসকো পিএলসিতে বাস্তবায়ন না করার প্রতিবাদে ও কার্যকর করণ এবং ২০২২-২০২৩ অর্থ বছরের সরকার ঘোষিত ১.৫ মাসের মূল বেতনের সমপরিমান এপিএ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা।
নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর নেসকো কার্যালয়ে প্রতিটি ভবনে এবং নেসকো প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তারা সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং-বি-২২১৬ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রভাস কুমার আচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক শামীম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক আখি ইকবাল, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী অঞ্জন কুমার মিত্র, সামসুল আরম সুমন, আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেন, মতিউর রহমান, আলীউদ্দীন, মোসাদ্দেক, আব্দুল হান্না, রাশেদুল, শামিম, ও শাহজাহান। এছাড়াও অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের শ্রমিকগণ উপস্থিত ছিলেন।