নেসকো ভবন চত্তরে তাঁকে গার্ড অব অনার প্রদান II বীরমুক্তিযোদ্ধা আকবর আলী আর নেই

আপডেট: মে ১৩, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


নগরীর হেতেমখাঁ নিবাসী ও নেসকোর (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) অবসরপ্রাপ্ত কর্মচারী বীরমুক্তিযোদ্ধা আকবর আলী বার্ধক্য জনিত অসুস্থ্যতার কারণে অদ্য ভোরে মৃত্যু বরণ করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর। সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় নেসকো ভবন চত্তরে তাঁকে গার্ড অব অনার প্রদান ও বাদ মাগরিব হেতেমখাঁ বড় মসজিদে নামাজে জানাযা শেষে হেতেমখাঁ গোরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যাদি সম্পন্ন হয়।

রাজশাহী জেলা প্রশাসন পক্ষে এডিসি (শিক্ষা) জনাব মোহিনুল হাসানের উপস্থিতিতে একদল চৌকশ পুলিশ বাহিনী মরহুমের প্রতি রাষ্ট্রীয় বিদায়ী সালাম (গার্ড অব অনার) প্রদর্শন করে এবং মরহুমের কফিনে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পস্তবক (ফুলের ডালা) অর্পন করে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, মহানগর সাবেক সহকারী কমান্ডারগণ বীরমুক্তিযোদ্ধা আঃ মোমিন কাজল, বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, বোয়ালিয়া থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খন্দকার জামাল উদ্দিন, নেসকোর কর্মচারী ইউনিয়নের নেতা ও আওয়ামীলীগ নেতা সোহেলসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা সংসদের শোক : বীরমুক্তিযোদ্ধা আকবর আলীর মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পত্র-পত্রিকায় শোকবার্তা দিয়েছেন। শোক বার্তা জানিয়েছেন- রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজশাহী সিটির সাবেক মেয়র এ্যাডঃ আব্দুল হাদী, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মতিউর রহমান, রাজশাহী জেলা ভারপ্রাপ্ত কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা শাহাদুল হক, ডেপুটি কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা,

প্যানেল ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহকারী কমান্ডার (অফিস) আঃ সাত্তার, রাজশাহী মহানগর কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা ডাঃ আঃ মান্নান, ডেপুটি কমান্ডারদ্বয়/২০১৪ বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সহকারী কমান্ডারগণ- বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আঃ মোমিন কাজল, মাহমুদ হাসান সিরাজী, আনোয়ার ইকবাল বাদল, লেখক, কবি ও সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, বোয়ালিয়া থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীন খন্দকার, রাজপাড়া থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শুকুর উদ্দীন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহমুদ হাসান ফয়সাল ও সেক্রেটারী কামরুল ইসলাম মিঠু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ