মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
খাদির ক্যালেন্ডার থেকে ইতিমধ্যেই সরে গিয়েছে মহাত্মা গান্ধীর ছবি৷ ২০১৭ সালের খাদি ক্যালেন্ডারে চরকা কাটতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ খাদির ক্যালেন্ডার তো শুরুয়াত৷ এরপর ধীরে ধীরে দেশের নোট থেকেও গান্ধীজির ছবি সরিয়ে নেয়া হবে৷ এমন কথাই বললেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷
হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ বলেন, “খাদির ক্যালেন্ডারে গান্ধীজির পরিবর্তে মোদিজির ছবি ব্যবহার করায় ভাল হয়েছে৷ এবার ধীরে ধীরে গান্ধীজির ছবি নোট থেকেও সরিয়ে ফেলা হবে৷” এই কথা বলেই থেমে থাকেননি মন্ত্রী৷ বলেছেন, “যবে থেকে গান্ধীজির মুখ নোটের উপর দেখা গিয়েছে, তবে থেকে বিশ্বের বাজারে নোটের দাম পড়তে শুরু করেছে৷”
অনিল ভিজের এই কথা প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে৷ যদিও বিজেপির তরফ থেকে এই বক্তব্যের নিন্দা করা হয়েছে৷ দলের তরফে বলা হয়েছে, মন্ত্রীর এই বক্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত মতামত৷ তাঁর এই বক্তব্যে দলের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে দলের তরফে৷- সংবাদ প্রতিদিন