নোয়াখালিতে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের মৃতদেহ উদ্ধার

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ১২:৩০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নোয়াখালীর সোনাইমুড়িতে এক যুবকের মাথা থেতলানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ (৩৫) ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। বাড়ির পাশেই পলাশের রক্তাক্ত পড়েছিল। শনিবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।।

জানা গেছে, নোয়াখালী-২ আসনের কাঁচি প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়ার সমর্থনে কাজ করেন পলাশ। স্থানীয় মির্জানগর কেন্দ্রে কাঁচির পক্ষে এজেন্টও ছিলেন তিনি।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে কেউ তার মাথায় আঘাত করে হত্যা করতে পারে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ