নৌকার পক্ষে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ফারুক চৌধুরী

আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি


রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। আজ মুক্তিযোদ্ধারা পরিবার নিয়ে স্বচ্ছলভাবে সুখে শান্তিতে জীবনযাপন করছেন। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আওয়ামী আদর্শ গ্রহণ করতে হবে। মুক্তিযোদ্ধার চেতনাকে রক্ষা করতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে মুক্তিযোদ্ধাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে হবে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাকনহাট পৌরসভার মেয়ার আবদুল মজিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, পৌর সাধারণ সম্পাদক রবিউল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিউর রহমান মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান মিলু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ