নৌকার বিজয়ী হলে দেশের মানুষ ভালো থাকবে : পররাষ্ট্র প্রতিমিন্ত্রী

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, নৌকার বিজয় হলে দেশের মানুষ ভালো থাকবে। কারণ এ দেশের উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা। তাই সকলকে ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে প্রতিমন্ত্রীর নিজ বাড়ির আঙিনায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম দেশের মানুষের কল্যাণের জন্য। আওয়ামী লীগ যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, ততবারই দেশ ও জনগণের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে খ্যাতি অর্জন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ