ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র আয়োজনে উচ্চ রক্তচাপ দিবস-২০২৪ পালিত

আপডেট: মে ১৭, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’তে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণসচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়।

মুক্রবার (১৭ মে) সকাল ৮ টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভবন, ৯১১-বাকীর মোড়, লক্ষ্মীপুর, রাজশাহী’তে আলোচনা সভা, সেমিনার ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি মো. আব্দুল মান্নান।

এসময় আলোচনা রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক প্রফেসর মহা. হবিবুর রহমান, সহ-সভাপতি মো. হাসেন আলী, সহ-সভাপতি ও চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. রইছ উদ্দিন, প্রফেসর, প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক ও কোষাধ্যক্ষ মো. এনামুল হকসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতামূলক সেমিনার উপস্থাপন করেন ডা. এএসএম সায়েম। আলোচনা সভা শেষে প্রায় শতাধিক হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ