পড়ে থাকা পলিথিন-বর্জ্য কুড়িয়ে জনসচেতনতায় ঈশ্বরদীর সুহৃদরা

আপডেট: জুন ৯, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, ঈশ্বরদী ইপিজেডসহ বিভিন্ন ছোট-বড় কল কারখানার কারনে প্রথম শ্রেণির পৌর শহর ঈশ্বরদী আগের চেয়ে এখন অনেক ব্যস্ত শহরে পরিণত হয়েছে। শহরে প্রতিদিন দেশি-বিদেশি হাজার হাজার মানুষের পদচারনা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে হোটেল-রেষ্টুরেন্টসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসা-বাণিজ্যের প্রসারের সাথে সাথে শহরের পরিবেশ আগের চেয়ে নোংরাও হয়েছে আগের চেয়ে বেশি। রাস্তা,বাজার কিংবা শহরের অলিগলির পথে-ঘাটে প্রতিদিন পলিথিনসহ নানা বর্জ্য এখানে সেখানে পড়ে থাকে বিক্ষিপ্তভাবে।

শহরকে সুন্দর রাখতে ঈশ্বরদী পৗরসভা ইতোপূর্বে বিভিন্ন স্থানে ডাষ্টবিনের ব্যবস্থা করলেও সচেতনতার অভাবে সেসব ডাষ্টবিনও বেশিরভাগ ক্ষেত্রে অপব্যবহার হয়ে আসছে। সচেতনতার অভাবে অনেকেই ময়লা আবর্জনা এসব ডাষ্টবিনের আশে পাশে ফেলে পরিবেশ আরো নোংরাময় করে তোলেন।

মানুষের এসব অভ্যাস পরিবর্তন এবং শহরের পরিবেশ সুন্দর রাখতে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সদস্যরা বিশ্ব পরিবেশ দিবস পালনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য, পলিথিনসহ নোংরা আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছেন।

রোববার (৯ জুন) সকালে শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে পরিচ্ছন্ন থাকতে এবং শহরের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করেন সুহৃদরা। এসময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুহৃদ সদস্যরা নিজেরাই এলাকার মানুষদের সঙ্গে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন, বর্জ্য নিজেরাই কুড়িয়ে নিকটস্থ ডাষ্টবিনে ফেলেন। মানুষকে সচেতন করতে বিভিন্ন স্থানে পথসভার মাধ্যমে সচেতন হতে আহবান জানান।

শহরের ষ্টেশন রোডের ব্যবসায়ী আব্দুল হান্নান, চা দোকানী সুমন প্রামানিক, সংস্কৃতি কর্মী নুরুল ইসলাম বাবলু, ব্যবসায়ী রফিকুল ইসলাম বাচ্চু, সবুজ পৃথিবীর ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সুহৃদদের এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের পরিচালনায় এই কর্মসূচীতে আরো অংশগ্রহণ করেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক দূর্জয় ইসলাম লিমন মন্ডল, ক্রীড়া সম্পাদক মারুফ হাসান, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ফিরোজ আহমেদ, নির্বাহী সদস্য নাজমুল হক রঞ্জনসহ অন্যান্য সুহৃদরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ