পত্নীতলায় আমাইড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনঃরুদ্ধার ও আগামীর রাষ্ট্র নায়ক দেশনেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে মতবিনিময় সভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য লে. কর্ণেল (অব:) আবদুল লতিফ খাঁন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পত্নীতলা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং নওগাঁ-আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।

আমাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সবুর খাঁনের সভাপতিত্বে ও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এম.আর মোস্তফা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার প্রমুখ।