পত্নীতলায় ঘোষনগর ইউনিয়ন জামায়াতের পথসভা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলা উপজেলায় ঘোষনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

ঘোষনগর ইউনিয়ন আমীর জনাব মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জুনায়েদ আহম্মেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ধামুরহাট নওগাঁ ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও নওগাঁ জেলা পশ্চিমের আমীর জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পশ্চিমের জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মো: হাবিবুর রহমান, জেলা পশ্চিমের সেক্রেটারি মাওলানা মো: নাজমুল ইসলাম, নজিপুর পৌরসভার সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আখতার ফারুক, নওগাঁ জেলা পশ্চিম শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, পত্নীতলা উপজেলা আমীর জনাব মাওলানা মাজেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ ।

এসময় অনুষ্ঠানে ইউনিয়নের আগত নেতাকর্মীগণ ও জামায়াত সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ