পত্নীতলায় জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে আয়োজিত সম্মেলনে নওগাঁ জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহ- সভাপতি জাহানারা পান্না।

প্রধান বক্তার বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি। দ্বি-বার্ষিক সম্মেলনে পত্নীতলা উপজেলা শাখায় মরিয়ম বেগম শেফাকে সভাপতি ও নাদিরা খাতুনকে সাধারণ সম্পাদক এবং নজিপুর পৌর শাখায় মাহফুজা বেগমকে সভাপতি ও ইশরাত জাহান সারমিনকে সাধারণ সম্পাদক হিসেবে নব কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় জেলা ও বিভিন্ন উপজেলা মহিলা দলের কর্মি ও নেত্রী এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ