রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মাটিন্দর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাটিন্দর ইউনিয়নের শিবপুর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
মাটিন্দর ইউনিয়ন সভাপতি মো: মোখলেছার রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ও নজিপুর যুব বিভাগের সভাপতি মোফাচ্ছেল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য নওগাঁ জেলা পশ্চিমের আমীর জননেতা প্রকৌশলী এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পশ্চিমের জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মো: হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা নায়েবে আমীর মাওলানা মো: আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সাবেক ছাত্রনেতা সোহেল রানা, মাটিন্দর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহাফুজ প্রমুখ। এসময় অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে আগত জামায়াত সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।