পত্নীতলায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):


নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটানি টিএস প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে নজিপুর আলহেরা ইসলামী একাডেমি স্কুলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা আমীর মাজেদুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার ইনামুল হক, নওগাঁ জেলা পশ্চিমের জেলা নায়েবে আমীর ও পত্নীতলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুল মকিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, জামায়াতের নেতা ডাঃ মোঃ আবু ওবায়দা, প্রভাষক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ