শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় পৃথক ঘটনায় দুই তরুণ-তরুণীর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গত রোববার (২৪ মার্চ) দিবগত রাতে ওই দুই তরুণ-তরুণীকে ভর্তি করানো হয়েছে।
তরুণ-তরুণীর আত্মহত্যার অনুসন্ধানে জানা যায়, উপজেলা সদর নজিপুর পৌরসভার হরিরামপুর এলাকার বাসিন্দা সুমাইয়া, বয়স ১৬ (ছদ্মনাম) মায়ের সাথে অভিমানে নাপা ৫০০ এমজি ১৮ টি ট্যাবলেট এক সাথে খান। ইফতারের খাবার খেয়ে অতঃপর পরিবারের সদস্যরা এমন ঘটনা টের পাওয়া মাত্র হাসপাতালে ভর্তি করান। ওই তরুণীর দাদি বলেন, ‘পড়াশোনা মন না দিয়ে মোবাইল ফোন আসক্তির প্রতিবাদ করে মা বকা দিলে তার নাতনি এমন ঘটনা ঘটায়।’
তরুণ-তরুণীর আত্মহত্যায় অপরদিকে, একই দিন সন্ধ্যায় উপজেলার নজিপুর ইউনিয়নের একটি গ্রামের আরমান, বয়স ২৪ (ছদ্মনাম) পারিবারিক জেরে বাবার সঙ্গে অভিমানে কীটনাশক পান করে। পরে প্রথমে প্রতিবেশিরা জানতে পায়। ঘটনা জানাজানি হওয়ার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই তরুণের শুভাকাঙ্ক্ষী কাঞ্চন গ্রামের রাজু আহমেদ হাসপাতালে দেখতে এসে জানতে চাইলে এই প্রতিবেদককে বলেন, ‘বাবার সাথে অভিমান করে কীটনাশক পান করে তার বন্ধু।’