বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নাশকতার মামলায় নজিপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর সূর্য চন্দ্র সাহাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নজিপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, ‘নওগাঁ সদর থানার নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর সূর্যকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘আসামিকে জেলা আদালতের মাধ্যমে সোমবার রাতে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।