পত্নীতলায় নজিপুর পৌর কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর কৃষক দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা সদর নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মাঠে নজিপুর পৌর কৃষক দলের সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষক দলের সভাপতি মোকলেছার রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী, নজিপুর পৌর আহবায়ক ওয়াজেদ আলী, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, যুবদল নেতা বায়োজিদ রায়হান শাহীন, নজিপুর পৌর বিএনপির নেতা এজেড মিজান, যুবদলের নেতা সাহির হোসেন শিপু।

এসময় আরও বক্তব্য দেন- থানা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুল হক সিঁরি, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, মাটিন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল্লাহ আল ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব প্রমুখ।

এসময় উপজেলার ১১টি ইউনিয়ন ও নজিপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version