বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলা সমাজসেবা অফিসের প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। পত্নীতলা উপজেলা সমাজসেবা অফিস থেকে কল করা হয়েছে প্রতিবন্ধী কার্ড নিতে তিনশত টাকা নিয়ে আসতে হবে। ভুক্তভোগী দৃষ্টিপ্রতিবন্ধী মতিজান বেগম সেই মেতাবেক টাকা নিয়ে আসেন।
প্রতিবন্ধী মতিজান বেগম বলেন, আমি প্রতিবন্ধী কার্ড নেওয়ার জন্য অফিসে আসি। তিন’শ টাকা দিয়ে আমার আইডি কার্ড দিলেন।
সমাজসেবা অফিসে সেবা নিতে আসা সাদিয়া আক্তার বলেন, আমার নানী সমাজসেবা অফিসে প্রতিবন্ধী হিসেবে আবেদন করছে এবং আবেদন করার পর কার্ড দেওয়ার দিন ৩০০ টাকা করে সাথে নিয়ে আসবেন। তিনি অভিযোগ তুলে আরও বলেন, ওনি (অভিযুক্ত অফিস স্টাফ তো বেতন পাচ্ছে সরকার থেকে। ওনারা তো বেতন পেয়ে কাজ করতেছে। তাহলে ৩০০ টাকা কেন নিচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, প্রতিবন্ধীদের মাধ্যমে অর্থ আদায়ের মাধ্যমে (জনপ্রতি ৩০০ টাকা) করে আদায় করে অফিস স্টাফরা পিকনিক খাবেন।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন জানান, আমি আজ ছুটিতে ছিলাম। অভিযোগের বিষয় জানা নেই। জানার পর আর কোন ব্যক্তির থেকে টাকা আদায় না করার জন্য অফিস স্টাফদের বলা হয়েছে।
তিনি আরও দাবি করেন, আমি এই অফিসে নতুন। এমন পরিস্থিতির বিষয়ে জানা নেই। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলেও সাফ জানিয়ে দেন।