পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় অটো-বাইক চার্জার চালক নিহত, আহত ৩

আপডেট: জুন ১১, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় ত্রিমুখী সংঘর্ষে অটো-বাইক চার্জার চালক আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ এঘটনায় ৩ জন আহত হয়েছেন। পত্নীতলা থানা তদন্ত ওসি সেলিম রেজা উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- উপজেলার বাগমার গ্রামের ময়েন উদ্দিন (৫০) ও শামীম রেজা (৩২)।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১১ জুন মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের নোধুনী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের প্রথমে স্থানীয়রা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করালে আবুল কালামকে জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল ইসলাম মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি উপজেলার আমাইড় ইউনিয়নের খামারপাড়া।