শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় সাংবাদিক মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আত্রাই নদীর তীরবর্তী নজিপুর ফরেস্টে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মিদের নিয়ে এ সমাবেশে ভাতৃত্ববোধ, পেশাগত সহযোগিতা ও একতাবদ্ধ হয়ে জাতীয় ও মানবাধিকার রক্ষার স্বার্থে কাজ করার জন্য অঙ্গিকারাবদ্ধ হোন সবাই।
মিলনমেলায় সিনিয়র সাংবাদিক ইউনুছার রহমান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গিকারাবদ্ধ। আমরা সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবে তুলে ধরবো।
পত্নীতলায় সাংবাদিক মিলনমেলায় ইখতিয়ার উদ্দীন আজাদ বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের কলম চলবেই। আমরা কোন ব্যক্তি বা গোষ্ঠীর নিকট কখনোই ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের বিবেককে বিক্রি করবো না।’ সাংবাদিক রবিউল ইসলাম বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক সংবাদ পরিবেশনে আমরা সোচ্ছার থাকবো। সংবাদকর্মিরা সকল মানুষের সাথে সৌহার্দমূলক আচরণ করবেন।’
এ সময় সংবাদকর্মিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, আব্দুল গফুর, আলমগীর কবির, হেলাল উদ্দিন, রিজওয়ান, তরিকুল ইসলাম, কাওছার হাবিব, মনোয়ার হোসেন, মাহমুদুন্নবী ও আশরাফ আলী।