রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর (কাকড়া) গাড়ির ধাক্কায় এক পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি, ওই আহত পথচারীকে ঘাতক গাড়ির চালক ও শ্রমিক কর্তৃক শারীরিক নির্যাতন করারও অভিযোগ উঠেছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনাটি উপজেলার পাটিচরা ইউনিয়নের এম বায়তুল্লাহ সরকারি টেকনিক্যাল স্কুল সংলগ্ন এলাকায় ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আত্রাই নদী হতে বালি সংগ্রহ করার একমাত্র আঞ্চলিক সড়ক চকনিরখীন-রাঙ্গামাটি।
উল্লেখিত ঘটনার প্রতিবাদে স্থানীয় সচেতন নাগরিক পরবর্তী সকল গাড়ি অবরোধ করে রাখে। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা চলছে।
স্থানীয় সিহাব আনছারী (২৬) বলেন, বালি পরিবহনের ট্রাক্টর ও ড্রাম ট্রাক গুলোর পরিবহনের প্রধান সড়ক এই পাটিচরা। একটি অজ্ঞাত বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় পথচারী আহত ও ওই ঘাতক গাড়ির চালক ও শ্রমিকদের হাতে আহত ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছে। এটি আমরা মেনে নিতে পারছি না। প্রতিবাদে সোচ্চার হয়ে সকল গাড়ি অবরোধ করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার শিকার গাড়ির চালক ও লোকজন কর্তৃক আহত ব্যক্তি নির্যাতনের শিকার হবেন। এটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।