মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
ফাল্গুন এখনো আসেনি, শীতও শেষ হয়নি। অথচ এরই মধ্যে নওগাঁর পতœীতলায় কিছু গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। আমের মুকুল ফোটার মৌসুম আসতে এখনো অনেক দেরি। কিন্তু, প্রকৃতির খেলা বলে কথা! মাঘের শুরুতেই ফুটেছে আমের মুকুল। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজলোর বিভিন্ন গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। স্থানীয় বসত বাড়ির পাশে আমের বাগানে ফুটেছে আম্রপালি আমের মুকুল। পথিমধ্যে দৃষ্টি কাঁড়ে অসময়ে আমের মুকুল দেখতে পেয়ে অনেকেরই। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কিছু কিছু বাড়ির উঠানে আম গাছে শোভা পাচ্ছে মুকুল। বাতাসে মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। গাছের আমপাতার সবুজ বিছানায় মুকুলের সোনালি রেণু যেন ফুলশয্যা সাজিয়ে স্বাগত জানাচ্ছে আগাম ফাগুনকে। সেই সঙ্গে বিদায় নিচ্ছে শীতকাল। তবে আবহাওয়ার ওপর আমের ফলন নির্ভর করে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ফলন ভালো হবে বলে মনে করছেন আম চাষিরা।
নজিপুর সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যার প্রদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমের মুকুল ফোটার বিষয়টি শতভাগ নির্ভর করে আবহাওয়ার উপরে। আবহাওয়া অনুকূলে এলেই মুকুল ফুটবে। এতে অবাক হওয়ার কিছুই নেই।”
পতœীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান, “আবহাওয়া পরিবর্তন অর্থাৎ যে আবহাওয়াটা মুকুল হওয়ার জন্য দরকার সেটা আগেই পেয়েছে সেজন্য আগাম মুকুল এসেছে। তিনি আরো বলেন, এছাড়া আগাম জাতের গাছেও মুকুল আসে।”