সোমবার, ১ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৬ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
পত্নীতলা প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় ছিনতাইকৃত ২টি মটরসাইকেলসহ এক জনকে আটক করেছেন পুলিশ। থানা সূত্রে জানা যায়, থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার আকবরপুর ইউনিয়নের বড় মাহরন্দী গ্রামের মমতাজ আলীর পুত্র আরিফুল ইসলাম (৩০) এর নিজ বাড়ি থেকে বাজাজ সিটি ১০০ সিসি ও লাল রঙের হংসাং ১২৫ সিসি দুইটি মটরসাইকেল সহ আরিফুলকে আটক করা হয়। দুটি মটরসাইকেল গাড়ির চেচিস নম্বর খদাইকৃত (ডুপ্লিকেট) ও এ দুটি গাড়ির কোন কাগজপত্র দেখাতে পারেননি।
পতœীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার ইসলাম উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে ও আসামী আরিফুলকে শুক্রবার বিকেলে জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে।