পত্নীতলায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৪৩ পূর্বাহ্ণ

পত্নীতলা প্রতিনিধি


পত্নীতলায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় অতিথিরা-সোনার দেশ

নওগাঁর পত্নীতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পত্নীতলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অবদুল মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুুল হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুুল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহার ইসলাম, উপজেলা প্রকৌশলী তোফালে আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, সমাজসেবা কর্মকর্তা সুলতান মাহমদ, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সহসভাপতি লতিফুর রহমান শাহ্ ফকির, উপজেলা আ’লীগের যুগ্মআহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ্ ঝরণা, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ অরুণ, দৈনিক আমাদের সময় ও দৈনিক সোনার দেশ পত্রিকার পত্নীতলা উপজেলা প্রতিনিধি এবং নজিপুর প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদসহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ