শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
পত্নীতলায় নববর্ষের দিনে উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বিনামূল্যের বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালি সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও টুকটুক তালুকদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ প্রমুখ। এদিন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনার আলোকে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।